সোমবার (১২ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা নদীতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
দেলোয়ার বেপারী মাদারীপুর উপজেলার মোস্তফাপুর উপজেলার সুচিয়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে বলেন, বোরবার (১১ মার্চ) রাতে পিরোজপুরের শর্শিনা ওরশ মাহফিল থেকে ট্রলারে করে বাড়ি ফেরার সময় কোটালীপাড়া উপজেলার পীড়ার বাড়ী সুইচগেট এলাকায় নদীতে দেলোয়ার বেপারী পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর সোমবার সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসে ডুবুরী দল নদীতে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি