সোমবার (১২ মার্চ) সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এই ফ্লাইটে করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ইকবাল করিম, কর্মকর্তা সরোয়ার ভূঁইয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাপ্টেন লূৎফর কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন।
রিজেন্ট এয়ারওয়েজের জনসংযোগ কর্মকর্তা এজাজ মাহমুদ বাংলানিউজকে জানান, বিকেল সোয়া ৪টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা থাকলেও ত্রিভুবন বিমানবন্দর বন্ধ থাকায় প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে।
আরও পড়ুন>>
** প্লেন বিধ্বস্তে ৪১ জন নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কাঠমান্ডু থেকে রিজেন্টের ফিরতি ফ্লাইটে ইউএস-বাংলার ৩৫ জন যাত্রী দেশে ফিরবেন বলে জানান তিনি।
এর আগে দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটটি। এতে ৪১জন আরোহী নিহত হয়েছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম বলছে, এ সংখ্যা ৫০ এর কাছাকাছি।
এদিকে আহতদের মধ্যে ১৭জনকে কাঠমান্ডুর ওম, পিসি, কেএমসি এবং নরউইক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএন/এমএ