ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে বাল্যবিয়ে পণ্ড, বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
উজিরপুরে বাল্যবিয়ে পণ্ড, বখাটের কারাদণ্ড

বরিশাল: বরিশালের উজিরপুরে উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে স্থানীয় প্রশাসন। 

সোমবার (১২ মার্চ) উপজেলার প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মধ্য লস্করপুর গ্রামের মৃত খাঁলেক সিকদারের মেয়ে সাদিয়া আক্তারের বাল্যবিয়ের অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করে।

স্থানীয়রা বিষয়টি সাংবাদিকের জানালে তারা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারকে জানান। পরে ইউএনও’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি রুম্পা সিকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান ঘটনাস্থলে গিয়ে ওই বাল্যবিয়ে পণ্ড করে দেন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে কাজী ও বর পক্ষ বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত আর বিয়ের আয়োজন করবে না এ মর্মে স্কুলছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেক নেওয়া হয়।

অপরদিকে, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার দায়ে হাসানুজ্জামান সোহাগ নামে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোহাগ কালিহাতা গ্রামের আব্দুল করিম খানের ছেলে।  

জানা যায়, সোহাগ ওই স্কুলছাত্রী প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা রোববার (১২ মার্চ) দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর প্রধান শিক্ষক বিষয়টি থানা পুলিশকে জানালে সোহাগকে আটক করা হয়।

পরে সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।