ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৭ ঘণ্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
নিখোঁজের ৭ ঘণ্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আশা মনি (৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মার্চ) রাত ৮টায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরআগে, দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাকশি ইউনিয়নের পাকশি ৪নং প্লাটুন ঘাট থেকে সে নিখোঁজ হয়।

আশা মনি পাকশি হঠাৎপাড়া এলাকার নেকবত আলীর বড় মেয়ে। সে পাকশি গাইডব্যাংক হঠাৎপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ইতি খাতুন বাংলানিউজকে জানান, দুপুরে তারা স্কুল থেকে বাড়ি ফিরে পদ্মা নদীর প্লাটুন ঘাটে গোসল করছিলেন। এ সময় শামুকে আশার পা কেটে যায়।  পরে তাকে উপরে উঠিয়ে সহপাঠীরা আবার গোসলে যায়। এরপর সে আবার নদীতে নেমে পানিতে তলিয়ে যায়।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, সাড়ে সাত ঘণ্টা পর রাজশাহী থেকে ডুবুরী দলের সদস্য নুরুন নবীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে আশা মনির মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।