চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তিওরবিলা গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (১২ মার্চ) বিকেলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে একা পেয়ে প্রায়ই ধর্ষণ করতো একই গ্রামের প্রভাবশালী আবুল কাশেম।
ঘটনাটি কাউকে বললে প্রাণনাশেরও হুমকি দেন অভিযুক্ত কাশেম। তাই প্রাণভয়ে ওই কিশোরী এতোদিন কাউকে কিছু জানায়নি। কিন্তু মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের সদস্যরা বুঝতে পারে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলেও বাধা দেয় প্রভাবশালী ওই মহলটি।
বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ অসুস্থ ওই কিশোরীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে জানান, বিকেলে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।