পূর্বসূচি অনুযায়ী, চারদিন সফর শেষে বুধবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা। কিন্তু এই পরিস্থিতিতে সফর একদিন এগিয়ে মঙ্গলবার (১৩ মার্চ) নির্ধারণ করেছেন তিনি।
সোমবার (১২ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নেপালে প্লেন দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর দেশের উদ্দেশে সিঙ্গাপুর সিটি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা।
দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটটি। এতে এ পর্যন্ত ৪১ জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এছাড়া আহত ১৭ জনকে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে; যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএ/