সোমবার (১২ মার্চ) দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর বিকেলে ইউএস-বাংলার জিএম (পিআর) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান। তবে ফয়সালের সবশেষ অবস্থা জানা যায়নি।
এ বিষয়ে বৈশাখীর হেড অব নিউজ অশোক চৌধুরী জানান, সোমবার থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন ফয়সাল। সফরের বিষয়ে তিনি অফিসকে কিছু জানাননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে বোঝা যায় ফয়সাল প্লেনটিতে ছিলেন।
শরীয়তপুরের বাসিন্দা ফয়সাল আহমেদ বৈশাখী’র হয়ে প্রধানমন্ত্রীর বিটের সংবাদ সংগ্রহ করতেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ৪১ নিহত এবং ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জেনেছি। এছাড়া ১০ জন নিখোঁজ রয়েছেন। আর চিকিৎসা শেষে চার জনকে রিলিজ করে দেওয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
কেজেড/ইইউডি/এইচএ/