ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লামায় ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
লামায় ইয়াবাসহ আটক ২

বান্দরবান: বান্দরবানের লামায় ৭৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার (১২ মার্চ) বিকেলে পৌর এলাকার ছোট নুনারবিল পাড়া থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- বাচিং মার্মা (৪০) ও মো. ইউসুফ (২৬)।

তারা ওই এলাকার বাসিন্দা।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইয়াবা বিক্রয়কালে নুনারবিল পাড়ায় অভিযান চালিয়ে ৭৩ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।