ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
গৌরনদীতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম আহত আক্কেল বেপারী। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের গৌরনদীতে মো. আক্কেল বেপারী (৬০) নামে এক মুক্তিযোদ্ধা কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে গৌরনদীর অধুনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. আক্কেল বেপারী গৌরনদী থানাধীন বংকুরা গ্রামের বাসিন্দা ও বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

 


আহতের ছেলে মো. রুহুল বাংলানিউজকে জানান,রাত তার বাবা বাহাদুরপুর যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় ও ঘারে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মো. রুহুল।


তিনি আরও জানান, হামলাকারীদের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছিনা। তবে তার বাবার অবস্থার উন্নতি হলে হামলাকারীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এমএস/এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।