ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নামে অর্কিডের নামকরণ

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
শেখ হাসিনার নামে অর্কিডের নামকরণ সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে শেখ হাসিনার নামে অর্কিডের নামকরণ। ছবি: বাংলানিউজ

বোটানিক্যাল গার্ডেন, সিঙ্গাপুর থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করেছে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেন।

মঙ্গলবার (১৩ মার্চ) সিঙ্গাপুরে সফরকালে স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বোটানিক্যাল গার্ডেনের অর্কিড বাগানে Dendrabium Sheikh Hasina নামে অর্কিডের উদ্বোধন করেন।

নামকরণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোনের ছেলে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান সিদ্দিক ববি, ববির স্ত্রী পেপ্পি সিদ্দিক এবং তাদের দুই সন্তান।

অর্কিড বাগান ঘুরে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের। এটা আমি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি চাই, বাংলাদেশ এগিয়ে যাক। পুরো বিশ্বে বাংলাদেশ সুন্দর অবস্থানে আসুক।

তিনি বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক। আমাদের দেশেও এখন ফুলের চাষ হচ্ছে। ব্যবসা আর সৌন্দর্য, ভালোবাসা নিবেদন সব ক্ষেত্রেই ফুল ব্যবহার করা হয়।

অর্কিডটি উদ্বোধনের পর সিঙ্গাপুর বোটানিকাল গার্ডেনের গ্রুপ ডাইরেক্টর ড. নাইজেল টেইলর সি হর্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি সনদ তুলে দেন।

সিঙ্গাপুরের রীতি অনুযায়ী ১৯৫৭ সাল থেকে বিভিন্ন দেশের প্রায় আড়াই শ’ রাষ্ট্র ও সরকার প্রধানের নামে এখানে অর্কিডের নামকরণ করা হয়েছে। শেখ হাসিনার নামে নামকরণ করা গাছটি একটি হাইব্রিড ফুলের গাছ। গাছটি ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর প্রতিটি গাছেই ১৫টি ফুলের থোকা ধরে।

ন্যাশনাল অর্কিড গার্ডেন নার্সারির ব্যবস্থাপক ডেভিড লিম জানান, এখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবাসহ চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, জাপানের আকিহিত, প্রিন্সেস ডায়নাসহ অনেক দেশের বিখ্যাত ব্যক্তিদের নামেও অর্কিডের নামকরণ করা হয়েছে। শেখ হাসিনার নামে নামকরণ করা অর্কিডটি আড়াই বছর আগে শঙ্কর করা হয়।

বোটানিক্যাল গার্ডেন থেকে এসে প্রধানমন্ত্রী হোটেল সাংরিলায় বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন।

সোমবার (১২ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে জানান, নেপালে বাংলাদেশি প্লেন দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করেছেন। মঙ্গলবার (১৩ মার্চ) স্থানীয় সময় দুপুরের পর দেশের উদ্দেশে সিঙ্গাপুর সিটি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮/আপডেট: ১১০৫ ঘণ্টা
এসকে/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।