প্লেন দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে গৃহকর্মী পালিয়ে গেছেন বলে থানায় অভিযোগ করেন তার দাদি।
অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহকর্মীকে আটক করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন শিশুটির খোঁজ পাওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে হিয়াকে বাড়িতে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই বাসার গৃহকর্মীকে ধরে আনি। কিন্তু শিশু হিয়াকে কেবিন ক্রু নাবিলার বোন নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটিকে উদ্ধারের জন্য ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে।
বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রুর কন্যা অপহৃত!
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
পিএম/এমজেএফ