ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে: নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনার কারণে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এদিন সকালে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়।

নামকরণ অনুষ্ঠান শেষে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় হোটেল সাংরিলার টাওয়ার বলরুমে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

সোমবার (১২ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে জানিয়েছিলেন, নেপালে বাংলাদেশি প্লেন দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।