ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাঠমান্ডুর পথে বাংলাদেশের প্রতিনিধি দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
কাঠমান্ডুর পথে বাংলাদেশের প্রতিনিধি দল বিধ্বস্ত ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্লেন

ঢাকা: নেপালে ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) বেলা ১১টা ২১ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট প্রতিনিধি দলটিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স বিভাগের পরিচালক চৌধুরী এম জিয়াউল কবির এবং মেম্বার অপারেশন এয়ার কমডোর মোস্তাফিজুর রহমান।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়।  

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

**কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআইজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।