ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভোলা: ভোলার বাংলাবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের কারিগরি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সেলিমের ছেলে সোহাগ (১৯) ও ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আলমগীরের ছেলে রাজ্জাক (২০)।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলাউদ্দিন জানান, চরফ্যাশন থেকে একটি ট্রাক ভোলার দিকে যাচ্ছিল।

পথে কারিগরি কলেজ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রাজ্জাকের মৃত্যু হয়। আহত সোহাগকে ভোলা সদর হাসপাতালের নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।