ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ২২ লাখ ফাইস্যা পোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
বাগেরহাটে ২২ লাখ ফাইস্যা পোনা জব্দ  জব্দকৃত ফাইস্যা মাছের পোনা

বাগেরহাট: বাগেরহাটের রামপাল থেকে ২২ লাখ পিস ফাইস্যা মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) সদস্যরা।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাগুড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ এ পোনা আটক করে তারা। যার আনুমানিক দাম ৪৪ লাখ টাকা।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস বাংলানিউজকে জানান, আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা আহরণ করে অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করছিল মাছ শিকারীরা। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধ শিকারিরা পালিয়ে যায়। পরে মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারির  উপস্থিতিতে ফাইসা পোনাগুলোকে পশুর নদীতে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।