সোমবার (১২ মার্চ) ব্যবসায়িক কাজে ঢাকা থেকে নেপালগামী ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটটিতে ছিলেন তিনিও। সঙ্গে ছিলেন তার ব্যবসায়িক পার্টনারও।
রিপন টংগিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের ইউনুছ বেপারীর ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে রিপন বড়। সাত বছরের মেয়ে ইয়ানুফ ও স্ত্রী আঁখি আক্তারকে নিয়ে থাকেন মোহাম্মদপুরের আদাবর এলাকার প্রপাল হাউজিং এর দুই নম্বর রোডের ৪২/সি নম্বর বাসায়।
সোমবার বিকেলে দুর্ঘটনার খবর টেলিভিশনের দেখে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরের দিকে তারা জানতে পারেন যে রিপন হাসপাতালে চিকিৎসাধীন।
রিপনের ছোট ভাই শিপু বেপারী বাংলানিউজকে বলেন, আমার ভাই দীপু বেপারী সরকারি প্রতিনিধি দলের সঙ্গে নেপালে গেছেন রিপন ভাইকে আনতে।
আহত রিপনের স্ত্রী আঁখি আক্তার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের বাসা থেকে বের হয় রিপন। ব্যবসায়িক কাজে কসমেটিক্স দেখতে নেপালে গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআই