ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্লেন দুর্ঘটনায় নিহত আলিফের বাড়িতে খুলনা সিটি মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
প্লেন দুর্ঘটনায় নিহত আলিফের বাড়িতে খুলনা সিটি মেয়র প্লেন দুর্ঘটনায় নিহত আলিফের বাড়িতে খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি নিহত আলিফুজ্জামান আলিফের বাসবভনে যান।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত খুলনার রূপসার আইচগাতি গ্রামের আলিফের বাড়িতে যান তিনি। এ সময় মেয়র নিহতের বাবা  মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মোল্লাসহ পরিবারের শোকাহত সদস্যদের সান্তনা দেন।

সিটি মেয়র শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যরা এ শোক যেন দ্রুত কাটিয়ে উঠতে পারেন সেজন্য দোয়া করেন। তিনি নিহত আলিফুজ্জামানসহ দুর্ঘটনায় নিহত সবার রুহের মাগফেরাত কামনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ফকরুল আলম, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শেখ আনিছুর রহমান, মোল্লা এনামুল কবির, শেখ আফজাল হোসেন, মো. এনামুল কবির সজল, আরিফ মল্লিক, হাবিবুর রহমান বেলাল, মো. শাহেদ প্রমুখ।

এর আগে, সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এ প্লেনের যাত্রী ছিলেন খুলনা রূপসার আইচগাতি গ্রামের আলিফুজ্জামান আলিফ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা,  মার্চ ১৩,  ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।