ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

এটিসি’র ৬ কর্মকর্তা বদলি, প্রশ্নবিদ্ধ বলছে ইউএস-বাংলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এটিসি’র ৬ কর্মকর্তা বদলি, প্রশ্নবিদ্ধ বলছে ইউএস-বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম

ঢাকা: এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের ছয় কর্মকর্তাকে বদলি করেছে নেপাল সিভিল এভিয়েশন। আর বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এয়ারলাইন্সটির জিএম কামরুল ইসলাম (জনসংযোগ) সাংবাদিকদের বলেছেন, আমরা জানতে পেরেছি নেপাল সিভিল এভিয়েশন প্লেন দুর্ঘটনার সময় দায়িত্বরত ছয় এটিসি কর্মকর্তাকে বদলি করেছে। যেখানে পাইলট-এটিসি'র মিসগাইডের একটি বিষয় দেখা যাচ্ছে, সেখানে এই বদলির ঘটনা নেপাল সিভিল এভিয়েশনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

এ সময় বদলির ঘটনা মেনে নেওয়ার মতো না।

এর আগে তিনি বলেন, বিএস২১১ বিধ্বস্তের ঘটনায় পাইলট, কো-পাইলট, কেবিন ক্রুসহ মোট ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেখানকার তিনটি হাসপাতালে জীবিত ১০ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে কেউ গুরুতর আহত আছেন, কেউ হালকা আঘাত পেয়েছেন।

আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনা হবে বলেও জানান কামরুল ইসলাম।

বিধ্বস্ত প্লেনে পাইলটসহ ২৬ বাংলাদেশি নিহত
জীবিত যে ১০ বাংলাদেশি

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।