সফররত গণহত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত আদামা দিয়েং মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত বলেন, আমি এ সম্পর্কে জানতে মিয়ানমার যেতে চেয়েছি। কিন্তু তারা এখনও আমাকে ভিসা দেয়নি। আমি আশা করি তারা দ্রুত এটা দিয়ে দেবে। রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীনের অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশা করি আন্তর্জাতিক শক্তিগুলো এটি শুধু অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে পদক্ষেপ নেবে।
এক সপ্তাহের সফরে গত বুধবার (০৭ মার্চ) রাতে বাংলাদেশ আসেন জাতিসংঘের বিশেষ দূত আদামা দিয়েং। পরেরদিন দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাখাইনের গণহত্যা-বর্বরতার সাক্ষী বাস্তুচ্যুত নারী-পুরুষদের সঙ্গে কথা বলেন। পালিয়ে রক্ষা পাওয়া রোহিঙ্গাদের কাছ থেকে সরাসরি তাদের দুর্দশার কথা শোনেন জাতিসংঘ দূত। নিউইয়র্কে ফিরে তিনি এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতিয়েরেসের কাছে রিপোর্ট করবেন বলে জানান।
আন্তর্জাতিক আদালতে গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ এলে সাক্ষী হিসেবে এটি আমলে নেওয়ার সুযোগ থাকবে বলে আশা করছে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৩,২০১৮
কেজেড/জেডএস