ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
নেত্রকোনায় হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার ইয়াবাসহ গ্রেফতারকৃত বদরুল আলম

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলা থেকে এক হাজার পিস ইয়াবাসহ বদরুল আলম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে দরুণ বালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বদরুল আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের জিন্নাত আলীর ছেলে।

নেত্রকোনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বাংলানিউজকে জানান, এর আগেও ৫শ’ পিস ইয়াবাসহ বদরুলকে আটক করে মামলা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বদরুল চাল ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন। এবারও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।