ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
উল্লাপাড়ায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগর আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।

এর আগে সকালে উপজেলার বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজগর ওই এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে।

অফিস সহকারী আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগরকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।