মঙ্গলবার (১৩ মার্চ) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
রোববার (১১ মার্চ) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা।
সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে চারজন ক্রুসহ ৬৭ জন যাত্রী নিয়ে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে মোট ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া প্লেনে থাকা বাংলাদেশি ৩৩ যাত্রীর মধ্যে ৯জন জীবিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসকে/ওএইচ/
** সফর সংক্ষিপ্ত করে ঢাকার পথে প্রধানমন্ত্রী