ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

এক মামলায় এতজনের ফাঁসি নজিরবিহীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এক মামলায় এতজনের ফাঁসি নজিরবিহীন আদালতে আসামিরা/ছবি: বাংলানিউজ

ফেনী: এক মামলায় এতজনের ফাঁসি নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ। 

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

আইনজীবী হাফেজ আহম্মদ বলেন, ‘ফেনী জজ কোটে এরআগে এক মামলায় এতজনের ফাঁসির রায় আর হয়নি।

ন্যায় বিচারের জন্য এটি উজ্জল দৃষ্টান্ত। ন্যায় বিচারে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়েছে।

এরআগে বিকেল ৩টার দিকে আলোচিত ফেনীর সাবেক ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসি ও ১৬ জনকে খালাস দিয়েছেন আদালত। ফেনী জেলা ও দায়রা জজ আমিন উল হক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।  

একরাম হত্যা মামলায় মোট ৫৫ আসামির মধ্যে ফেনী জেলা ওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির আদেল, কমিশনার আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা জিহাদ, আবিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাসেল বাপ্পি, আবু বক্কর সিদ্দিক, আজিম হোসেন মো. শাহাজালাল, কাজি শাহানান মাহমুদ, সাজ্জাদুল ইসলাম সিফাত, জাহিদুল ইসলাম, অনিক, মো. আব্দুল কাইয়ুম, নূর উদ্দিন মিয়া, আরমান হোসেন কাওচার, জাহিদুল ইসলাম, সজিব, হিরা, পাংকু আরিফ, হুমায়ন ইসমাইল হোসেন চুট্ট, নয়ন, মামুন, মো. সোহান নিজাম উদ্দিন, টিটু, মানিক, আমজাদ, আবির, আরিফ টিপু, রাসেদুল ইসলাম, রুবেল, বাবলু, শরিফুর রহমান ময়না, একরাম হোসেন, মহি উদ্দিন আনিস, ফজলে উদ্দিন আসিফসহ ৩৯ জনকে ফাঁসির আদেশ দেন আদালত।

এছাড়া বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মাহতাব উদ্দিন মিনার, যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার, আলমগীর হোসেন, বেলায়েত হোসেন পাটোয়ারী, মো. মাসুদ, সাইদুল কবির পবন, আব্দুর রহমান, জাহিদ হোসেন, ইকবাল, হোসেন, শাখাওয়াত, শরিফুল জামিল, কাদের, কালা মিয়া, টপ শামিম, রিপন ও ফারুককে খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসএইচডি/ওএইচ/

** 
একরাম হত্যার দায়ে ৩৯ জনের ফাঁসি, মিনারসহ খালাস ১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।