ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ। ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ মার্চ)  সকাল পৌনে ৮ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সোয়া ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

 
 

** পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪ টা থেকে সকাল পৌনে ৮ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সাড়ে তিন ঘণ্টা ব্যস্ততম ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাটে কয়েক'শ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।