কাঠমাণ্ডুতে দুর্ঘটনায় নিহত রূপসার আইচগাতি গ্রামের আলিফের বাড়িতে বুধবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় যান তিনি। এসময় অধ্যক্ষ আলিফের বাবা মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মোল্লাসহ পরিবারের শোকাহত সদস্যদের সান্তনা দেন।
খুলনার বিএল কলেজ থেকে এবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পরীক্ষা দিচ্ছিলেন নিহত আলিফ।
অধ্যক্ষ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যরা এ শোক যেন দ্রুত কাটিয়ে উঠতে পারেন সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি মরহুম আলিফুজ্জামানসহ দুর্ঘটনায় নিহত সবার রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় অধ্যক্ষের সঙ্গে ছিলেন বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সামছুর রহমান।
সামছুর রহমান জানান, আলিফের মর্মান্তিক মৃত্যুতে তার বিভাগসহ পুরো কলেজে শোক বিরাজ করছে। কলেজে শোক লেখা সংবলিত প্যানা-সাইনবোর্ড টানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমআরএম/জেডএস