ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে আহত ৮

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ধামরাইয়ে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে আহত ৮ দুর্ঘটনা কবলিত লেগুনা

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ইসলামপুর বাটার গেট এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে আট যাত্রী আহত হয়েছেন।  

বুধবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-রাশেদুল ইসলাম (২৭), আরাফাত (২৯), আসলাম (৩৫) ও রুবেল (৩০)।


 
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার আট যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।