বুধবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-রাশেদুল ইসলাম (২৭), আরাফাত (২৯), আসলাম (৩৫) ও রুবেল (৩০)।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার আট যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ