ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় প্রতিপক্ষের হামলায় ৪ জেলে আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
পাথরঘাটায় প্রতিপক্ষের হামলায় ৪ জেলে আহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় মাছ বিক্রির সময় চার জেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ  জেলেদের বিরুদ্ধে।

বুধবার (১৪ মার্চ) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন- পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের ট্রলার মালিক শহিদুল মাতুব্বর (৫০), আব্দুল আজিজের ছেলে ইয়াসিন (৪৫), ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহীম (২৫) ও একই ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মনেজ খানের ছেলে কামাল হোসেন (৩৫)।

আহত ট্রলার মালিক শহিদুল ইসলাম বলেন, দুই মাস আগে আমাদের ইলিশ মাছের জাল নদীতে ফেলে রেখে চলে এলে কিছু লোক আমাদের জালের মাছ চুরি করে নিয়ে যায়। পরে আমরা পাহারা দিয়ে চোর ধরে ফেলি। এর জের ধরেই পদ্মা স্লুইজ বাজারে মাছ বিক্রি করতে গেলে আলম ফিটার, নিজাম গাজী, আনোয়ার গাজী, বেল্লাল গাজী, বশির খাঁন, লাল মিয়া গাজী ও হাফিজসহ প্রায় অর্ধশতাধিক লোক আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ চারজনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তারা। একপর্যায়ে মাছ কাটার দা দিয়ে আমার গলা কাটার চেষ্টা করে। পরে স্থানীয় কিছু লোক আমাদের উদ্ধার করে। পুলিশের সহযোগিতায় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তারা।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আইনের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।