ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দিনের সময় দিলেন শিক্ষকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দিনের সময় দিলেন শিক্ষকরা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সমাবেশ/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (১৪ মার্চ) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজিত সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সময় বেঁধে দেওয়া হয়। এসময় সমাবেশের কারণে পুরান পল্টন মোড় থেকে সুপ্রিম কোর্টের কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিকী বলেন, আমরা দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই আমরা সমাবেশ করতে পেরছি। তিনি সহায়তা না করলে আজ সংগঠনের সব নেতাকে জেলে থাকতে হতো। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঁচ দিনের সময় দিলাম। শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত কয়েক হাজার শিক্ষক পেছন থেকে সময় দেওয়াকে মানি না বলে চিৎকার  করলে বক্তব্যে অটল থেকে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন আবু বক্কর সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।