বুধবার (১৪ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসক আসলাম হোসেন ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বার্নিকাট বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার লোকজনদের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে ইউএসএইড কাজ করছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, পিছিয়ে পড়া বান্দরবানে ইউএসএইডের সাহায্য অব্যাহত রাখার পাশাপাশি আরও নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণের জন্য আমরা রাষ্ট্রদূতকে প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন।
পরে তিনি বোমাং রাজা উচপ্রু চৌধুরী ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ইউএসএইডের বাংলাদেশের পরিচালক কার্নিয়া জারুসকিসহ ১০ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে পার্বত্য চট্টগ্রাম সফরের অংশ হিসেবে দুই দিনের সফরে রাঙ্গামাটি থেকে বান্দরবানে পৌঁছান আমেরিকার রাষ্ট্রদূত। পার্বত্য চট্টগ্রামে এটিই তার প্রথম সফর।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনটি