বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি) মো. শহিদুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দাবি আদায়ে গত পাঁচদিন ধরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ মার্চ) দুপুর দেড়টায় স্থানীয় সরকার সচিবের ডাকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্যার নেতৃত্বে ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সচিবের দপ্তরে বৈঠকে মিলিত হয়। বৈঠকে সচিব আমাদের বেতন-ভাতা ও পেনশন প্রদানের এক দফা দাবি মেনে নেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৪,২০১৮
পিআর/জেডএস