বুধবার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা শাখার একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তার হাতে এ স্মারকলিপিটি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৫ সালের ৬ ডিসেম্বর ত্রিদিপ রায়ের নামে থাকা সব নাম ফলক মুছে ফেলার নির্দেশ দেন।
২৬ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের নাম ফলক মুছে ফেলে, বাঙালি নারী ও সব নির্যাতনের বিচার, দেবাশিষ রায় ও তার পত্নী ইয়েন ইয়েনকে উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করাসহ চার দফা দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, পার্বত্য অধিকার ফোরামের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. মহিউদ্দীন, জেলা যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা সহ-সম্পাদক রবিউল হোসেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম, জেলা দপ্তর সম্পাদক মৃদুল বড়–য়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসআরএস