ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেএমপির ৪৫ বিট পুলিশিং স্পট উদ্বোধন করবেন আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কেএমপির ৪৫ বিট পুলিশিং স্পট উদ্বোধন করবেন আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় সভায় বক্তব্য রাখন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির

খুলনা: খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ ৪৫টি স্পটে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। মহানগরীর বয়রাস্থ পুলিশ লাইন মাঠে পুলিশ প্রধান জাবেদ পাটেয়ারী আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বুধবার (১৪ মার্চ) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ কমিশনার (এসপি) মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন এলাকায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

আপাতত পুলিশ বক্স ও কমিউনিটি পুলিশের কার্যালয় এবং ভিন্ন স্থানে ঘর তুলে বিট পুলিশের কার্যক্রম শুরু হবে। মূলত ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ কার্যক্রম শুরু হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় সভায় বক্তব্য রাখন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির
কেএমপি কমিশনার বলেন, মহা-পুলিশ পরিদর্শক জাবেদ পাটেয়ারী বৃহস্পতিবার দুপুরে খুলনায় আসবেন। তিনি বিকেল ৩টায় মহানগরীর বয়রাস্থ পুলিশ লাইন মাঠে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত ‘সুধী সমাবেশে’ প্রধান অতিথির ভাষণ দেবেন। সমাবেশের আগে সেখানে তিনি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরদিন শুক্রবার (১৬ মার্চ) তিনি পুলিশের সব ইউনিট কর্মকর্তাদের অংশ গ্রহণে অনুষ্ঠিত কল্যাণ সভা এবং রেঞ্জ ও কেএমপি কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃংখলা সভায় যোগদান করবেন।

তিনি আরও বলেন, ডিএমপি এবং সিএমপি এলাকায় আগেই বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটনে প্রথমবারের মতো এটি শুরু হচ্ছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় (এক, দু’ঘন্টা) একজন এসআই ও একজন এএসআই বিট পুলিশিং কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।  

স্থানীয় পর্যায়ের যেকোনো ধরণের আইনি সমস্যার সামাধান দেওয়ার চেষ্টা করবেন তারা। আর যদি তাদের ক্ষমতার বাইরে হয়, তাহলে থানায় পাঠিয়ে দেবেন। এতে করে দালালের মাধ্যমে থানা পুলিশের স্মরণাপন্ন হতে হবে না নগরবাসীকে- বলেন কেএমপি কমিশনার হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।