ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মার্চ) দুপুরে মহানগরীর কাজিহাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রাস্তার এক পাশের ফুটপাতের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে ছিল। পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে।

মৃত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর পরও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।  

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে। এছাড়া মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।