বুধবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে শার্শা উপজেলার সুবর্ণখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল ওই উপজেলার সোনাদিয়া গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে খবর আসে শার্শায় সুবর্ণখালী গ্রামে দুর্বৃত্তরা অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে শহিদুল নামে এক যুবককে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবীর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবককের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এজেডএইচ/জিপি