বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ছবি-ইলিয়াস সরকার
ঢাকা: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১৫ মার্চ) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এজন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।
এছাড়া শুক্রবার (১৬ মার্চ) মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২ মার্চ (সোমবার) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত হন দেশি-বিদেশি ৫১ জন। এর মধ্যে ২৬ আরোহী বাংলাদেশি। এ দুর্ঘটনায় আহত হয়ে ১০ বাংলাদেশি নেপালের তিন হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।