ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ রাস্তায় বসে পড়েন নারী শ্রমিকরাও। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার বন্ধকৃত ব্যক্তি মালিকানার জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা খুলনা-যশোর মহাসড়কে এক ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজট তৈরি হয়।

সব বকেয়া পাওনা পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ চলাকালে শ্রমিকরা বিক্ষোভও প্রদর্শন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম,  শ্রমিক নেতা শেখ শহিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. নুর ইসলাম, আবুল হাসেম গাজী, আল মামুন, কাগুজী ইকরাম, খোকন, আরিফ, মিজান,  মাসুম প্রমুখ।

শ্রমিক নেতারা জানান, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধের কথা ছিলো। কিন্তু পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী খুলনায় আগমনের কারণে প্রশাসনের অনুরোধে তা এক ঘণ্টা করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।