বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত উজ্জল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ সাদি বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় উজ্জল মিয়া। পরে ওই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ওই পুকুরে উজ্জলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত উজ্জল মিয়া মৃগিরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএস/এএটি