জব্দ হওয়া গাঁজা।
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৭০ কেজি গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা মাদকের ওই চালানটি জব্দ করেন।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায়, ভারতের বনগাঁর সুটিয়া সীমান্ত হয়ে বিপুল পরিমান গাঁজা বাংলাদেশে আসছে।
পরে রঘুনাথপুরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৭০ কেজি গাঁজা পাওয়া যায়।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দ হওয়া গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৮
এজেডএইচ/এআর/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।