ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্লেন দুর্ঘটনায় ফয়সালের মৃত্যুতে ডিআরইউ’র শোক র‌্যালি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
প্লেন দুর্ঘটনায় ফয়সালের মৃত্যুতে ডিআরইউ’র শোক র‌্যালি শোক র‌্যালি

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় ডিআরইউ’র স্থায়ী সদস্য ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহমেদ ফয়সালের মৃত্যুতে শোক র‌্যালি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় ডিআরইউ কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি বের হয়ে প্রেস ক্লাব-কদমফোয়ারা সড়ক হয়ে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে র‌্যালিতে সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ’র সহ-সভাপতি গ্যালমান শফি, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ, যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন খান, প্রচার সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ণ সম্পাদক কামাল উদ্দিন সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।