ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রিমান্ড শেষে কারাগারে ফয়জুলের বাবা-মামা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
রিমান্ড শেষে কারাগারে ফয়জুলের বাবা-মামা হামলাকারী ফয়জুল

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বাবা ও মামার রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হিরদাস কুমার।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

গত রোববার (১১ মার্চ) একই আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদাল পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। একই দিন ফয়জুরের মা মিনারা বেগমের দু’দিন রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ শেষে গত মঙ্গলবার (১৩ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ফয়জুরের মা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি শফিকুল ইসলাম।

গত বৃহস্পতিবার (৮ মার্চ) হামলাকারী ফয়জুলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন উক্ত আদালতের বিচারক।

গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে ফয়জুল। হামলার পরপরই ফয়জুলকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।