বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সে তিনিসহ দুইজন সিনিয়র নার্স রয়েছে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক শাখার সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী জানান, উন্নত সেবা দেওয়ার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সেবিকারা প্রস্তুত রয়েছেন।
এরআগে বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে এক বিফ্রিংয়ে কোম্পানির জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে আনা হচ্ছে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হবে।
এর আগে ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১। এতে ৫০ জনের প্রাণহানি ঘটে। যেখানে ফ্লাইটের পাইলট, ক্রুসহ ২৮ বাংলাদেশিও রয়েছেন।
** দেশে ফিরছেন শাহরিন, ভর্তি করা হবে ঢামেক বার্ন ইউনিটে
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এজেডএস/ওএইচ/