রাষ্ট্রীয় শোক ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ মার্চ) সূর্যোদয় থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়।
রাজশাহীর বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাজনৈতি কার্যালয়গুলোতে একইভাবে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
এদিকে, সকাল সোয়া ১১টার দিকে রাজশাহী কলেজের উদ্যোগে একটি শোক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট ও সোনাদিঘিসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কালো ব্যাজ ধারণ করে রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমানের নেতৃত্বে এ পদযাত্রায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে প্লেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। এছাড়া শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে।
১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় প্লেন দুর্ঘটনায় ৫১ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এসএস/টিএ