বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান, উপ সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক মো. শরীফুল ইসলাম।
আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পাঁচ দিনব্যাপী এ কর্মশালা আগামী ১৯ তারিখ পর্যন্ত চলবে।
কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ টেক লিমিটেড এর সিইও মো. মিজানুর রহমান। এ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএ