বুধবার (১৪ মার্চ) ডিএমপির কার্যালয়ের আদেশে এ বদলি করা হয়।
বৃহস্পতিবার( ১৫ মার্চ) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান।
ওই আদেশে এডিসি আবুল কাশেম মো. বাকীবিল্লাহকে এডিসি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, এডিসি মো. হুমায়ুন কবীরকে এডিসি লালবাগ বিভাগ, এডিসি কাজী মইনউদ্দিনকে এডিসি ইঅ্যান্ডডি, এডিসি মাঈনুল ইসলামকে এডিসি ইঅ্যান্ডডি, এডিসি মো. আহমেদুল ইসলামকে এডিসি স্পেশাল অ্যাকশন গ্রুপ, এডিসি মো. হাফিজ আল ফারুককে এডিসি তেজগাঁও বিভাগ, এডিসি নুসরাত জাহান মুক্তাকে এডিসি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, এডিসি মো. এনামুল হক মিঠুকে এডিসি প্রটেকশন, এডিসি রুবাইয়াত জামানকে এডিসি ক্রাইম, এডিসি ওবায়দুর রহমানকে এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ এবং এডিসি মোহাম্মদ শহিদুল ইসলামকে এডিসি প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
পিএম/এএটি