ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রুমি আক্তার নামে এক স্কুলছাত্রী বাল্যবিয়ে হাত থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা এ বিয়ে বন্ধ করেন।

রুমি উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে এবং স্থানীয় রাজরানী শুভাশীনি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা জানান, দুপুরে পুরানগাঁও গ্রামের ফরিদের মেয়ে রুমির বাল্যবিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা আনসার বিডিপির টিম লিডার কুলসুমা বেগম মোবাইল ফোনে প্রশাসনকে অবগত করেন। পরে তিনি সেখানে  গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সবাইকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করে বিয়ে বন্ধ করে দেন। পরে কনের বাবা-মাসহ স্বজনরা মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।