ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আহতদের দেখতে বিমানবন্দরে কাদের ও কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আহতদের দেখতে বিমানবন্দরে কাদের ও কামাল বিমানবন্দরে ওবায়দুল কাদের ও শাহজাহান কামাল

ঢাকা: নেপালের কাঠমাণ্ডুতে প্লেন দুর্ঘটনায় আহতদের মধ্যে শুক্রবার (১৬ মার্চ) বিকেলে ঢাকায় ফিরেছেন আরো ৩ যাত্রী। তাদের দেখতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সময়ে উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বিকেল পৌনে ৪টার আগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন।

এর মাধ্যমে বিএস২১১ ফ্লাইট দুর্ঘটনায় আহত হয়ে নেপালে চিকিৎসাধীন বাংলাদেশিদের মধ্যে ৪ জন দেশে ফিরেছেন।

বিকেল ৩টা ৩৫ মিনিটে বিমানের বিজি ০০৭২ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন আহত স্বর্ণা, অ্যানি ও মেহেদী। তারা একই পরিবারের সদস্য। প্রথমে ইউনাইটেড হাসপাতালে ভর্তির কথা থাকলেও তাদের এখন নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

দুর্ঘটনায় আহত হয়ে বৃহস্পতিবার (১৫ মার্চ) দেশে ফেরার পর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ফ্লাইটের যাত্রী শাহরিন আহমেদ।

গত ১২ মার্চ (সোমবার) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১।  

এতে প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লাইটটির পাইলট, কো-পাইলট, ক্রুসহ ২৬ বাংলাদেশি আরোহী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৬,২০১৮
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।