ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিষয়ক সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিষয়ক সম্মেলন জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে সম্মেলন-ছবি-বাংলানিউজ

বরিশাল: ‘শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার বদলাবে দিন তোমার-আমার’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছেন। সরকার এই খাতে যে টাকা বরাদ্দ দিয়েছে তা সঠিকভাবে বন্টন করতে হবে। কিন্তু সঠিকভাবে বন্টন না করার ব্যর্থতায় দরিদ্র মানুষ যেন বঞ্চিত না হয়।  

তিনি বলেন, এ কাজে গাফিলতি করলে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। হাজার হাজার টাকা বেতন নিয়ে ঘরে বসে সময় কাটানো যাবে না। সরকার চায় শুধু দেশ ও মানুষের উন্নয়ন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।