শুক্রবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনে স্নানোৎসব উপলক্ষে বসা বারুনী মেলায় মানুষের পদভারে মুখরিত হয়ে উঠেছে করতোয়ার চর। মেলা চলবে শনিবার (২৪ মার্চ) পর্যন্ত।
এদিকে, দেহ-মন থেকে পাপ মোচনের আশায় পবিত্র হওয়ার জন্য হিন্দু ধর্মালম্বীরা সংকল্প বাক্য স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা ফুল ধান দূর্বা হরিতকি কাঁচা আম, ডাব, কলা ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করছে। প্রথমদিন থেকে উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পূণার্থী ও সাধু সন্ন্যাসী এসে করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এনটি