ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মালিতে নিহত সেনা সদস্য আক্তারের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
মালিতে নিহত সেনা সদস্য আক্তারের দাফন সম্পন্ন

মাগুরা: আফ্রিকার মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোর‍াল আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) দুপুরে জুমার নামাজের পর মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আক্তার হোসেনের বাবা তালিম মোল্লা জানান, শুক্রবার দুপুর ১২টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তার মরদেহ নিয়ে মাগুরা স্টেডিয়ামে পৌঁছে।

এ সময় লে. তানভীর আহম্মেদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাসের ২৩ রেজিমেন্টের একটি সেনাদল ল্যান্স কর্পোরাল আক্তারের মরদেহ গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার বরালিদাহ নিয়ে আসে।
আক্তার হোসেনের মরদেহ তার বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে নির্বাক তার বাবা তালিম মোল্লা।

পরে বাদ জুমা তার বাড়ির পাশে মসজিদ মাঠে জানাজা শেষে বরালিদাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

উল্লেখ, ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মাইন বিস্ফোরণে আকতার হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়।

নিহত আক্তার ২১ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। তার পরিবারে বাবা-মা, স্ত্রী, ও দুই মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।