শুক্রবার (১৬ মার্চ) দুপুরে শহরের শালতলাস্থ হরিসভা মন্দিরে শুরু হওয়া পূজা উদযাপন পরিষদের সম্মেলনের শেষ মূহুর্তে বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মিতালী রায় (২২), শিল্পা মজুমদার (৩৫), রবি দাস (৫০), কল্পনা মজুমদার (৪০), অঞ্জনা বিশ্বাস (৮০), বকুল মণ্ডল (৬০), সুমতি মণ্ডল (৫০), উমা ঘরামি (৪৫), অঞ্জনা বসু (৫০), যুথি মল্লিক (১১) ও আরটিভির জেলা প্রতিনিধি এসএম সামছুর রহমান।
ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে
যথারীতি একই স্থানে অনুষ্ঠান সম্পূর্ণ করেছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হ্যাপী বড়াল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. তাপস পাল, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. মিলন কুমার ব্যনার্জী প্রমুখ।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরেছে। তবে কারো বড় ধরনের ক্ষতি হয়নি। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে ঘিরে শালতলা হরিসভা মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য রাখবার সময় বৈদ্যুৎতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। এসময় ধোয়ায় আতঙ্কিত হয়ে বের হতে গিয়ে পদাদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরএ